ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইফতেখার আহমেদ ওশিন এর প্রথম সিনেমা “প্রিয় প্রাক্তন”

বিনোদন ডেস্ক
আগস্ট ৮, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে “জীবন জুয়া” নামের বাংলা  সিনেমাটি। তিনটি ভিন্ন গল্প নিয়ে একটি পূনাঙ্গ সিনেমা এটি। অ্যান্থলজি সিনেমাটির অন্যতম মূল গল্প “প্রিয় প্রাক্তন” গল্পটি। লিখেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় লেখক কিঙ্কর আহসান। এছাড়াও সিনেমার একটি গানও লিখেছেন তিনি।

দীঘি এবং দ্বীপ জুটিরও প্রথম সিনেমা এটি। ভিন্ন ধারার একটি গল্পে এই প্রথম তাদের একসাথে কাজ করা। ঢাকা সহ বিভিন্ন লোকেশনে শুট করা হয়েছে সিনেমাটি। এনিমেশন মনস্টার স্টুডিও’র’র প্রযোজনায় এবং ফুল স্ক্রিন ফিল্মস এর নির্মাণে সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ওশিন।

প্রসঙ্গত ইফতেখার আহমেদ ওশিন দীর্ঘদিন যাবত যুক্ত ছিলেন বিজ্ঞাপন নির্মাণের সাথে। তার নিজের প্রোডাকশন কোম্পানির ব্যানারে দেশের বিভিন্ন ব্রান্ডের জন্য বানিয়েছেন অনেক বিজ্ঞাপন। বিজ্ঞাপনের ফুল স্ক্রিন দর্শন শেষে সিনেমার ফুল স্ক্রিন দর্শনের অনুভূতি জানতে চাওয়া হয় তার কাছে।

তিনি বলেন, “মানুষের জীবনে সব প্রথমই অন্যরকম, ঠিক আমার জীবনের প্রথম সিনেমাটি খুব কাছের এবং অন্যরকম এক প্রশান্তির। গল্পে আমাদের জীবনে বিভিন্ন সময়ের প্রেম এবং ভালোবাসার প্রতিচ্ছবি দেখা যাবে। চরিত্র দুটিকে বিভিন্ন মূহুর্তের গল্পে বাধা হয়েছে। সিনেমার পুরো টিম তাদের সেরা আউটপুট দিয়েছে। আসছে দূর্গাপূজাতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা চলছে”।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।