ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আবারও দুঃসংবাদ নেইমারের

সংবাদ লাইভ
নভেম্বর ২৯, ২০২২ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জয় পেয়েছিল ব্রাজিল। ম্যাচ জিতলেও সেদিন সেলেসাওদের জন্য দুঃসংবাদ হয়ে আসে নেইমারের ইনজুরি। আর তাতে গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোতে নেইমারের খেলা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।

শুরুতে জানানো হয়েছিল, নক আউট পর্বের আগে নেইমারের মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। তবে এরই মাঝে এগিয়ে আসে নাসা। নেইমারকে নিয়ে সমর্থকদের হতাশার মাঝে আশার আলো দেখায় মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থা।

নাসার তৈরি কমপ্রেশন বুট নেইমারের পায়ের চোট দ্রুত নিরাময় করবে, এমন কথা আশায় বুক বাঁধেন ব্রাজিল সমর্থকরা। এ অবস্থায় খবর বের হয়, দ্রুতই সুস্থ হয়ে উঠছেন সেলেসাওদের নাম্বার টেন। যার ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেই নামতে পারেন তিনি।

যদিও শেষ পর্যন্ত নেইমারকে নামাননি ব্রাজিল কোচ তিতে। সবশেষ খবর, এখনো পুরোপুরি সুস্থ হননি নেইমার। যার ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও নেইমারকে খেলতে না দেখার সম্ভাবনাই বেশি। দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না তার।

তবে নাসার কমপ্রেশন বুট তুলনামূলক দ্রুত সময়ের মাঝেই নেইমারকে সারিয়ে তুলবে, এই আশা করছেন চিকিৎসকরা। এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া যা পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। একই সঙ্গে মাংসপেশী এবং হাড়ের বিভিন্ন সংযোগের সমস্যা সমাধানে দ্রুত কাজ করে এটি।

ব্রাজিল সমর্থকরা এখন নেইমারের সুস্থতার অপেক্ষায়। কারণ হেক্সা জয়ের মিশনে ফুল ফিট নেইমিকেই যে তাদের বড্ড প্রয়োজন। এনজে টেন নিজেও সেটা ভালোভাবেই জানেন। তবে সময়ের অপেক্ষা করা ছাড়া আপাতত কিছু করার নেই তার।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।