ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আন্তর্জাতিক মানের ফিড অ্যাডিটিভ ‘বায়োসেল’ এখন দেশে

সংবাদ লাইভ
জুলাই ২৭, ২০২৫ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের প্রাণিসম্পদ খাতে টেকসই ও বৈজ্ঞানিক প্রযুক্তিনির্ভর উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে আত্মপ্রকাশ করলো আন্তর্জাতিকমানের প্রোবায়োটিক ফিড অ্যাডিটিভ “বায়োসেল®”। রাজধানীর একটি অভিজাত হোটেলে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের আয়োজক ছিল খ্যাতনামা কৃষিভিত্তিক প্রতিষ্ঠান এমএনএস অ্যাগ্রোটেক, যারা ইতালির বিখ্যাত প্রতিষ্ঠান Mazzoleni S.p.A. এর উদ্ভাবিত ও নিবন্ধিত প্রোবায়োটিক লাইভ ইস্ট BioCell®-এর একমাত্র পরিবেশক হিসেবে এখন থেকে বাংলাদেশে বিপণন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের খ্যাতনামা প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, পুষ্টিবিদ, খামারি, ভেটেরিনারিয়ান ও ব্যবসায়িক অংশীদারগণ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দ্রেয়া ডম্পে, প্রোডাক্ট ম্যানেজার, Mazzoleni S.p.A., যিনি বিস্তারিতভাবে তুলে ধরেন BioCell®-এর বৈজ্ঞানিক কার্যকারিতা, উৎপাদন প্রক্রিয়া ও প্রয়োগ পদ্ধতি। তিনি জানান, BioCell® একটি নিবন্ধিত জীবন্ত ইস্ট স্ট্রেইন (4d24 Saccharomyces cerevisiae DBVPG 48 SF) যা ইতালির আঙ্গুর থেকে সংগ্রহ করে বিশেষ বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

আন্দ্রেয়া বলেন, “আমরা এমন একটি ইস্ট নির্বাচন করেছি যা প্রাণির অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সক্ষম, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং খাদ্য রূপান্তর দক্ষতায় কার্যকর প্রভাব ফেলে। এটি খামারিদের উৎপাদন খরচ কমিয়ে আনে ও টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়তা করে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ রাশেদুল জাকির, প্রধান নির্বাহী কর্মকর্তা, এমএনএস অ্যাগ্রোটেক। তিনি বলেন, “আমরা আমাদের দর্শন ‘Rooted in Nature, Growing for the Future’–এর আলোকে এমন পণ্য আনতে চাই যা আমাদের কৃষকদের জীবনে বাস্তব পরিবর্তন আনবে। BioCell® এমন একটি বৈজ্ঞানিক সমাধান যা বাংলাদেশি খামারিদের টেকসই উৎপাদনে সহায়তা করবে।”

তিনি আরও জানান, “বাংলাদেশে প্রাণিসম্পদ খাত ক্রমেই আধুনিক হচ্ছে। এই খাতে প্রোবায়োটিক ফিড অ্যাডিটিভের ব্যবহার এখন সময়ের দাবি। BioCell® কেবল একটি পণ্য নয়, এটি একটি বৈজ্ঞানিক অঙ্গীকার, যা আমাদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনাকে আরও স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করতে সাহায্য করবে।”

অনুষ্ঠানে BioCell®-এর কার্যকারিতা নিয়ে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা দেখানো হয়, যেখানে উল্লেখ করা হয় কিভাবে এটি গবাদিপশুর হজমক্ষমতা বৃদ্ধি, পুষ্টি শোষণে সহায়তা এবং রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত খামারি ও প্রাণিচিকিৎসকরা পণ্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং পণ্যের বাস্তব প্রয়োগ ও ফলাফল জানতে আগ্রহ দেখান। অনুষ্ঠান শেষে এক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অতিথিদের নানা প্রশ্নের উত্তর দেন MNS Agrotech ও Mazzoleni–র প্রতিনিধিরা।

বিশেষজ্ঞরা মনে করছেন, BioCell®–এর আত্মপ্রকাশ দেশের প্রাণিসম্পদ খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই ধরনের উদ্ভাবনী পণ্যের সঠিক প্রয়োগ প্রাণিস্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি খামারিদের আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এমন একটি সময়ে যখন প্রাণিসম্পদ খাত টেকসই উৎপাদন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেষ্ট, তখন BioCell®–এর মতো বৈজ্ঞানিকভাবে যাচাইকৃত ও প্রাকৃতিক উৎস থেকে প্রস্তুত প্রোবায়োটিক পণ্যের প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভব করা হচ্ছে।

উল্লেখ্য, BioCell® ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে এর বাণিজ্যিক যাত্রার মধ্য দিয়ে দেশের প্রাণিসম্পদ শিল্পে নতুন একটি দিগন্তের সূচনা হলো বলে মত বিশেষজ্ঞদের।

সংবাদ লাইভ/কৃষি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।