ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আকাশে এমন রঙের খেলার কারণ কী?

ফিচার ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দিনের অস্ত যাওয়া সূর্য আকাশে বিভিন্ন সময় মেঘের সঙ্গে রং মিশিয়ে অদ্ভুত সব আলো-আঁধারির রঙিন খেলা দেখায়। মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকার আকাশেও তেমন রঙিন আলো-আঁধারির খেলা দেখা গেছে।

লাল রঙের পশ্চিম আকাশের ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ঢাকাবাসী এমন রঙিন আকাশের কারণ জানতে চেয়েছেন। অনেকে আবার সেই সব ছবিতে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন।

পশ্চিম আকাশে এমন গাঢ় লাল রঙয়ের আলো-আঁধারির কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক আবহাওয়াবিদ জানান, পুরো ঘটনাটা ঘটে আলোর বিক্ষেপণের জন্য। যখন কোনো আলোক তরঙ্গ কোনো ক্ষুদ্র কণার ওপর পড়ে, তখন কণিকাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। একে বলা হয় আলোর বিক্ষেপণ।

আলোর এই বিক্ষেপণের কারণেই বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো সৃষ্টি হয়। আর এ কারণেই বিভিন্ন রঙের উদ্ভব ঘটে। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বলে তা সবচেয়ে বেশি বিক্ষেপিত হয় এবং লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে তা সবচেয়ে কম বিক্ষেপিত হয়।

সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য প্রায় দিগন্তরেখার কাছাকাছি থাকে এবং সূর্যালোক আমাদের চোখে পৌঁছুতে পৃথিবীর বায়ুমণ্ডলের পুরু স্তর ভেদ করতে হয়। ফলে আলোকরশ্মিকে বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণা, পানিকণা ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার সময় নীল প্রান্তের কম তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট বর্ণগুলো বিক্ষেপিত হয়, কিন্তু লাল প্রান্তের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় তা কম বিক্ষেপিত হয়, ফলে সরাসরি সেটি পৃথিবীতে চলে আসে। এ কারণেই সন্ধ্যার পশ্চিম আকাশ এমন লালচে হয়ে উঠেছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।