রাজধানী প্রতিবেদক: বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ড. মো. আওলাদ হোসেনের নের্তৃত্বে রাজপথে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা-৪ এর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন সকাল থেকেই ঢাকার রাস্তা ও অলিগলিতে অবস্থান নিশ্চিত করে মিছিল করেছে নেতাকর্মীরা। এ মিছিল ও সতর্ক অবস্থানে ঢাকা-৪ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের নেতার্কমীরা অংশ নেন।

এসময় ড. মো. আওলাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের পথ মসৃণ রাখতে ঢাকা-৪ সবসময় রাজপথে থাকবে। বিজয়ের মাসে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত, ছাত্রদলসহ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি যাতে করতে না পারে সেজন্য ঢাকা-৪ এর অন্তর্গত নেতার্কমীরা সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরো বলেন, বিজয়ের মাসে বিএনপি, জামায়াত, ছাত্রদলসহ সব প্রকার অপশক্তি রুখতে এবং দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন ঢাকা-৪ এর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


