ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আইইবি ময়মনসিংহ কেন্দ্রে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় শোক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ময়মনসিংহ কেন্দ্রে আলোচনা ও প্রকৌশলী মো. মাহফুজুর রহমানের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনার শুরুতে ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধু, তাঁর পরিবার এবং প্রয়াত প্রকৌশলী মাহফুজুর রহমানের জন্য দোয়া করা হয়।

পরে আইইবি ময়মনসিংহ কেন্দ্রের চেয়্যারমান ড. প্রকৌশলী মো. মনজুরুল আলমের সভাপতিত্বে ও পিডব্লিউডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম কামরুজ্জামানের সঞ্চালনায় শোক দিবস ও স্মরণসভার আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে স্বাগত বক্তব্য দেন বিএডিসির (ক্ষুদ্রসেচ) ঢাকার প্রধান প্রকৌশলী শিবেন্দ্র নারায়ন গোপ।

স্বাগত বক্তব্যে শিবেন্দ্র নারায়ন গোপ বলেন, বঙ্গবন্ধুকে হত্যা নিছক কোন সাধারণ ঘটনা ছিলো না। সেদিন বাঙালি জাতির পিতাকে হত্যা করে কেবল রাষ্ট্র ক্ষমতা দখলই খুনিদের মূল উদ্দেশ্য ছিলো না। সেদিন তারা হত্যা করতে চেয়েছে বাংলাদেশ, বাঙালিও বঙ্গবন্ধুর আদর্শকে।

সভাপতির বক্তব্যে ড. মো. মনজুরুল আলম বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলাদেশে থাকবে ততদিন প্রতিটি বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে সংগ্রামের মাধ্যমে তিনি আমাদের উপহার দিয়েছিলেন লাল-সবুজ পতাকা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতিকে নেতৃত্বশূন্য করতে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে একাত্তরের পরাজিত শক্তি সদ্য স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানী ধারায় ফিরিয়ে নেয়ার অপচেষ্টা চালায়। কিন্তু তাদের সে অপচেষ্টা সফল হয়নি।

শোক দিবস ও মাহফুজুর রহমানের মৃত্যুতে স্মরণসভায় আলোচনায় অংশ নেন প্রাক্তন কাউন্সিল সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, পিডিবির নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ, অধ্যক্ষ প্রকৌশলী মো. হায়দার আলী, কাউন্সিল সদস্য প্রকৌশলী জিএম আফাজ উদ্দিন, অধ্যক্ষ প্রকৌশলী মো. কামরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. চয়ন কুমার সাহা।

উল্লেখ্য, আলোচনা ও স্মরণ সভায় বাকৃবি, টিএসসি, এলজিইডি, পিডব্লিউডি, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পলিটেকনিক ইনস্টিটিউটসহ সকল প্রকৌশল সংস্থা ও অনান্য পেশায় নিয়োজিত প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ লাইভ/ময়মনসিংহ

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।