শ্রেণিকক্ষ সংকট দূর করার দাবিতে টানা তিন দিন ধরে ক্লাস বর্জন করা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবির) ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা অবশেষে নতুন একটি শ্রেণিকক্ষ পাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট নিয়ে আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ফলপ্রসূ বৈঠক হয়েছে। প্রশাসন থেকে আমাদের নতুন একটি কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে। আমি শিক্ষার্থীদের বলেছি কাল থেকে ক্লাসে ফিরতে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবেদীন সোহাগ বলেন, আমরা জানতে পেরেছি আমাদের নতুন একটি শ্রেণিকক্ষ দেয়া হবে। চেয়ারম্যান স্যার বলেছেন ক্লাসে ফিরতে। কাল বুধবার থেকে ক্লাসে ফিরব আমরা।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেছেন, ‘তৃতীয় অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজ নিয়ে সমস্যা হওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের সৃষ্টি। সংকট নিরসনে ভবনের যতটুকু কাজ সম্পন্ন হয়েছে সেখানে আমরা শ্রেণিকক্ষ তৈরি করে বিষয়গুলো কিছুটা হলেও সমাধান করার চেষ্টা করছি। কিন্তু কতিপয় শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিতর্কিত করতে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করাচ্ছে। তা ছাড়া তিন দিন ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা, অথচ বিভাগ থেকে প্রশাসনকে কিছুই জানানো হয়নি। ফার্মাসি বিভাগকে নতুন ক্লাসরুম দেয়া হচ্ছে। আন্দোলন ছাড়াও শান্তিপূর্ণ আলোচনায় অনেককিছুর সমাধান আসে।’
প্রসঙ্গত, শ্রেণিকক্ষ সংকট দূর করার দাবিতে গত বৃহস্পতিবার থেকে ক্লাস বর্জন করে আসছেন ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা। এর আগে তারা গত ১৩ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারি দুই দফায় বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছিলেন।
সংবাদ লাইভ/নাসের


