ঢাকার মিডফোর্ডে ভাংগারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনা এবং খুলনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা, পাশাপাশি দেশের চলমান চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (১১ জুলাই) মধ্যরাতে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাকৃবি ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম বলেন, “অন্যায়কারীর কোনো দল নেই। যেই অন্যায় করবে তাকেই শাস্তি পেতে হবে। খুলনায় যুবদল নেতা হত্যা, মিডফোর্ডে ভাংগারি ব্যবসায়ী হত্যা, ঢাবিতে ছাত্রদল নেতা সাম্য হত্যাসহ সকল নৃশংস ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। মসজিদে আলেম হত্যাও রাষ্ট্রের চরম ব্যর্থতা প্রকাশ করে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব, অথচ সেটিই আজ চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
তিনি আরও বলেন, “সারা দেশে ভয়াবহভাবে বেড়ে চলেছে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারহীনতা। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে প্রতিবাদ জানাবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে।”


