শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির উদ্যোগে ‘রোড টু চ্যাম্পিয়ন’ শীর্ষক ইয়ুথ গ্রুমিং প্রতিযোগিতার তৃতীয় আসর শুরু হয়েছে।
গত শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির ইয়ুথ মেম্বারদের উপস্থিতি তে তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাতুর রহমান মিয়াজী (এক্সিকিউটিভ, অল ওভার প্রিন্টিং প্রোডাকশন – এপেক্স হোল্ডিংস লি.)।
অনুষ্ঠানে রিফাতুর রহমান মিয়াজী বলেন, ইন্ডাস্ট্রি এবং একাডেমীর সেতুবন্ধনের কারিগর টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি। তাই টিইএস নতুন চমক কিংবা ভিন্নধর্মী কিছু বিশেষ আয়োজন সারা বছরই আমাদের সদস্যদের নিজেদের স্কিল ডেভলাপমেন্ট এ ব্যস্ত রাখে। সাথে তিনি রোড টু চ্যাম্পিয়ন প্রতিযোগিতার তৃতীয় আসরের উদ্ভোদন ঘোষণা করেন। তাছাড়া,গত সোমবার অনলাইনে আয়োজকদের নিয়ে প্রতিযোগিতার রোডম্যাপ সাজানো হয়।
প্রসঙ্গত, রেজিস্ট্রেশনকৃত সকল দল গুলোর মধ্য থেকে সকল ধাপ শেষে বিচারকের বিচারে নির্বাচন করা হবে চ্যাম্পিয়ন দল, ১ম রানার্স আপ এবং ২য় রানার্স আপ। প্রতিটি টিমই পাবে টিইএস এর পক্ষ থেকে প্রাইজ পুরষ্কার ও সার্টিফিকেট।


